বিটিসি স্পোর্টস ডেস্ক: চলতি বছরের মার্চে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকটের মালিক হয়েছিলেন সাকিব আল হাসান। তবে পাঁচ মাস পরে এককভাবে সেই শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি।
গতকাল বুধবার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সাকিবকে টপকে যান তিনি। কিন্তু নিজের মাইলফলক ম্যাচে হারল তার দল নিউজিল্যান্ড।
জস বাটলারের দলের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে কিউইরা। ব্যাটিং কিংবা বোলিং, কোনো বিভাকেই তেমন সুবিধা করতে পারেনি সাউদির দল। তবে নিজের প্রথম ওভারেই জনি বেয়ারস্টোকে সাজঘরে ফিরিয়ে রেকর্ড গড়েন কিউই পেসার সাউদি।
সাউদির টি-টোয়েন্টিতে উইকেট এখন ১৪১টি। ১১৭ ম্যাচে ১৪০ উইকেট নিয়ে তার পরে আছেন সাকিব। সাকিব-সাউদির চেয়ে অনেক কম ম্যাচ খেলে ১৩০ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন রশিদ খান।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা কিউইদের শুরুটা হয়েছিল ভালোই। লুক উডের প্রথম ওভারেই ছক্কার হ্যাটট্রিক করেন ফিন অ্যালেন। তবে নিউজিল্যান্ডের সুখের সময় এটুকুই। এরপর পুরো ম্যাচে কখনোই সুবিধাজনক অবস্থানে যেতে পারেনি সাউদিরা। পাওয়ার প্লেতে তিন উইকেট হারানোর পর মার্ক চ্যাপম্যানকেও দ্রুত হারায় সফরকারীরা। ডেরিল মিচেলও পাননি রানের দেখা। গ্লেন ফিলিপসের ৩৮ বলে ৪১ রানে ভর করে কোনোরকমে ১৩৯ রানের পুঁজি দাঁড় করায় কিউইরা।
ইংলিশদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন উড এবং ব্রাইডন কার্স।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারে বেয়ারস্টোকে হারালেও উইল জ্যাকস এবং ডেভিড মালানের ৫৭ রানের জুটি চাপমুক্ত রাখে স্বাগতিকদের। ১২ বলে ২২ রান করে ফেরেন জ্যাকস। তবে চাপ তৈরি করতে পারেনি নিউজিল্যান্ড। উল্টো হ্যারি ব্রুকের ঝোড়ো ইনিংসে ১৪ ওভারেই জিতে যায় ইংলিশরা। ৫৪ রান করে আউট হন মালান। তবে ৩ ছক্কা ও ২ চারে ৪৩ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ব্রুক। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.