সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শনিবার বিক্ষোভের ডাক সাংবাদিকদের

ঢাকা প্রতিনিধি: চলমান কোটাবিরোধী আন্দোলনে সহিংসতায় নিহত শিক্ষার্থীসহ ৪ সাংবাদিকের মৃত্যুর বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে সাংবাদিকদের সবচেয়ে বড় দুই সংগঠন বিএফইউজে ও ডিইউজে।
শুক্রবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিক্ষোভ সমাবেশের কথা জানায় সংগঠন দুইটি।
চলমান আন্দোলনে পুলিশের গুলিতে চার সাংবাদিকসহ শতশত শিক্ষার্থী হত্যা, নির্যাতন ও সারা দেশে অন্যায়ভাবে গণগ্রেপ্তারের প্রতিবাদে শনিবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) বিক্ষোভ সমাবেশ করবে।
বিজ্ঞপ্তির মাধ্যমে ডিইউজের দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ জানান, শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ সমাবেশে অংশ নিতে সকল সংবাদকর্মীদের আহ্বান জানানো হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.