নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর লক্ষিপুরের একটি ক্লিনিকে সাংবাদিক পুলকের (৪০) পেটে অস্ত্রপচার হয়েছে। শনিবার রাত ৯টায় রাফি ক্লিনিকে তার অস্ত্রপচার সম্পন্ন হয়।
বর্তমানের তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মোঃ মাসুদ আলী পুলকের স্ত্রী জানায়, গত এক সপ্তাহ যাবৎ পেটে ব্যথা অনুভব করছিলো সে। গত দুইদিন ধরে ব্যথা আরও তিব্র হয়।
শনিবার তাকে নগরীর লক্ষিপুরে অবস্থিত রাফি ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। তার পেট পরিক্ষা করে কর্তব্যরত চিকিৎসক জানান, তার (cholecy stecpomy) পিত্তির থলিতে পাথর হয়েছে। ফলে অপারেশনের পরামর্শ দেন ডাক্তার। এ সময় পুলকের পরিবার থেকেও সিদ্ধান্ত নেয়া হয় অপারেশনের।
এদিন রাত ৯টায় (Lap col) প্রযুক্তিতে অপারেশন করা হয় তার। সাংবাদিক মাসুদ আলী পুলক সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার স্টাফ রিপোর্টার ও একাধিক অনলাইন নিউজ পোর্টালে কর্মরত আছেন।
তাঁর দ্রুত সুস্থতা কামনায় সাংবাদিক মহল রাজশাহীবাসী তথা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, সাপ্তাহিক বিবেক পত্রিকার পরিবার। এছাড়াও তাঁর সুস্থতা কামনায় রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন, সভাপতি আব্দুল মুগনী নীরো ও সাধারন সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো.মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.