সরিষাবাড়ীতে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে দুই শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক বজলুর রহমানকে (৩০) আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের রওদাতুল আতফাল মাদরাসায় এ ঘটনা ঘটে।
আটক শিক্ষক বজলুর রহমান সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর ইউনিয়নের বজ্রাগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে ও রওদাতুল আতফাল মাদরাসার সহকারী শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পৌরসভার সাতপোয়া গ্রামের অবস্থিত রওদাতুল আতফাল মাদরাসায় শিক্ষক বজলুর রহমানের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠে।
বিষয়টি জানাজানি হলে ওই এলাকার মানুষ অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
একজন নির্যাতিতার মা বিটিসি নিউজকে বলেন, তার ১০ বছরের বাচ্চাকে দুই মাস ধরে বলাৎকার করে আসছিল কিন্তু আজ সে বিষয়টি প্রকাশ করেছে। ছেলেকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী বলেন, ৯ বছরের ছেলেকে মাদরাসার একজন শিক্ষক চার মাস ধরে বলাৎকার করে আসছে। ওই শিক্ষকের বিচার দাবি জানাচ্ছি।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া বিটিসি নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.