সরকারি পিস্তল-গুলি ও ম্যাগাজিন চুরির ঘটনায় সবশেষ আসামি গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ থানার উপপরিদর্শকের পিস্তল, গুলি ও ম্যাগাজিন চুরির ঘটনায় পিরোজপুর থেকে আবু সাঈদ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৬ জুলাই) ভোরে পিরোজপুর জেলার রাজাপুরের গ্রামের বাড়ি থেকে ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক রুবেল হোসেন ও মো. রাকিব এবং তাদের সঙ্গে ছিল একদল পুলিশ।
অস্ত্র চুরি ঘটনার মামলার তদন্ত কর্মকর্তা ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম রোববার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অস্ত্র চুরি ঘটনা গত ১৬ মে রাজধানী ঢাকার রুবেল খান (৩৫) ও মো. সুমন (৩০) নামে আরও ২ জনকে  শাহআলী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সরকারি পিস্তল, ১৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এদের মধ্যে মো. সুমন ও আবু সাঈদ পিস্তল, গুলি ও ম্যাগাজিন চুরির সঙ্গে সরাসরি জড়িত ছিল। আর রুবেল খান এসব অস্ত্রের ক্রেতা ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ মে ফরিদগঞ্জ থানা কম্পাউন্ড থেকে একশো গজ উত্তরে বাসায় ঢুকে উপপরিদর্শক রাকিব উদ্দিন ভূঁইয়ার সরকারি পিস্তল, গুলি ও ম্যাগাজিন চুরি করে নিয়ে যায় চোরচক্র। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্ত করে পুলিশ।
তবে উপপরিদর্শক রাকিব উদ্দিন ভূঁইয়া দাবি করছেন, ঘটনার সময় বাসায় ছিলেন না তিনি। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। তবে চোরচক্র এই পুলিশ কর্মকর্তার বাসা নিশ্চিত হয়ে পিস্তল ও গুলি চুরি করেছে। সেই রহস্য এখনও অজানা। কারণ, একই দালানে আলাদাভাবে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা বসবাস করছেন। তাই চমকপ্রদ এমন বিষয় নিয়েও তদন্ত কাজ চলছে।
এদিকে, সরকারি পিস্তল চুরির ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত করা হয় উপপরিদর্শক রাকিব উদ্দিন ভূঁইয়াকে।
এ বিষয় চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘চুরি যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারের ঘটনা পুলিশের জন্য বড় একটা চ্যালেঞ্জ ছিল। আর ফরিদগঞ্জ থানা পুলিশ এসব অস্ত্র উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করে পেশাগত দক্ষতার পরিচয় দিয়েছে। এই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।’
এছাড়া অস্ত্র চুরির পুরো ঘটনাটি আরও নিবিড়ভাবে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁদপুর প্রতিনিধি আলী জাকের রেজা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.