সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা জানিয়েছে উত্তর কোরিয়া। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, গত শনিবার ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়।
বার্তা সংস্থাটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির গড় গতি প্রতি ঘণ্টায় ৭২০ কিলোমিটার। এটি ৭৫০০ সেকেন্ডে ১৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে।
প্রতিবেদন বলছে, এটি ছোড়ার পর নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই পরীক্ষা প্রতিবেশি দেশগুলোর নিরাপত্তায় কোনো প্রভাব ফেলেনি।
উত্তর কোরিয়া জানিয়েছে, এই অঞ্চলের ‘ওঠানামা করা নিরাপত্তা পরিস্থিতির আলোকে’ সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে কৌশলগত প্রতিরোধের কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে জাতীয় প্রতিরক্ষামূলক সক্ষমতা বিকাশের পরিকল্পনার অংশ ছিল এই পরীক্ষা।
কিম জং উন জোর দিয়ে বলেছেন, পিয়ংইয়ং ‘যুদ্ধ প্রতিরোধের উপায়’ আরও উন্নত করা অব্যাহত রাখবে। শক্তিশালী সামরিক শক্তির ভিত্তিতে স্থায়ী এবং দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ মিশন ও দায়িত্বের প্রতি আমরা সবসময় দায়িত্বশীল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.