সমালোচনা সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রাখার অঙ্গীকার নেতানিয়াহুর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার রাফার একটি আশ্রয়শিবিরে ভয়াবহ ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি এই বর্বর হামলায় সারা বিশ্বে সমালোচনার ঝড় বইছে। তারপরও গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রোববার রাফার ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে চিহ্নিত তাল আস-সুলতান এলাকার একটি আশ্রয়শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। এ ছাড়া শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন।
এ হামলা পর ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এক ভাষণে নেতানিয়াহু বলেন, রাফার শরণার্থীশিবিরে হামলা ছিল একটি দুঃখজনক দুর্ঘটনা। তারপরও প্রত্যেকটি লক্ষ্য অর্জনের আগে আমি যুদ্ধ শেষ করতে চাই না।
তার দাবি, গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব ধরনের সতর্কতা গ্রহণ করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই সংঘাতে জড়িতদের ক্ষতি না করার জন্য তাদের সর্বোত্তম প্রচেষ্টা ব্যবহার করছে।
এদিকে রাফায় ইসরায়েলি হামলা ও প্রাণহানি নিয়ে আজ মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। আলজেরিয়ার অনুরোধে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই হামলায় অনেক নিরপরাধ বেসামরিক মানুষ নিহত হয়েছে। তারা শুধু এই ভয়াবহ সংঘাত থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজ করেছিলেন।
তিনি বলেন, গাজায় কোনো নিরাপদ স্থান নেই। এই ভয়াবহতা অবশ্যই থামাতে হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.