সমালোচনাকে পারফরম্যান্সের উন্নতিতে কাজে লাগানোর তাগিদ আনচলত্তির

বিটিসি স্পোর্টস ডেস্ক: সাম্প্রতিক সময়ে রেয়াল মাদ্রিদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছে অনেক। শূলে চড়ানো হচ্ছে কোচ কার্লো আনচেলত্তিকে। সমালোচনা মেনে নিয়ে ইতালিয়ান কোচ বলছেন, পারফরম্যান্সের উন্নতির জন্য এটিকেই জ্বালানি হিসেবে ব্যবহার করবে তার দল।
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১১ ম্যাচের ৫টিতে হেরেছে রেয়াল। যার ৩টিই চ্যাম্পিয়ন্স লিগে। আর সবশেষ তিন ম্যাচের হিসাব নিলে তাদের হার দুটি।
লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা পিছিয়ে আছে ৪ পয়েন্টে। নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে ৬ পয়েন্ট নিয়ে শিরোপাধারীরা আছে ২৪তম স্থানে। নকআউট পর্বের প্লে-অফে জায়গা করে নেওয়ার একদম শেষ পজিশনে আছে তারা।
গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি স্প্যানিশ সুপার কাপও জিতেছিল রেয়াল। এবার তাদের বিবর্ণ পারফরম্যান্স নিয়ে তাই সমালোচনা হচ্ছে অনেক।
লা লিগায় শনিবার জিরোনার মাঠে খেলবে রেয়াল। আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, সমালোচনাই উদ্দীপ্ত করতে পারে দলকে।
“আমাকে সমালোচনা মেনে নিতে হবে, কারণ দল সেরা অবস্থায় নেই। ফুটবলের ক্ষেত্রে সবসময় কোচকে সবচেয়ে বেশি দায়ী করা হয় এবং তাকে নিয়েই সমালোচনা হয়। আমার মনে হয়, আমাকে নিয়ে খুব বেশি সমালোচনা হচ্ছে, যার অর্থ হতে পারে আপনারা (গণমাধ্যম) আমার ওপর বিরক্ত।”
“তবে আমি আমার কাজ নিয়ে ক্লান্ত নই। সমালোচনার কারণ আমি বুঝতে পারছি, তারপরও আমি খুশি। কখনও কখনও সমালোচনা আরও ভালো করার জন্য জ্বালানি হতে পারে।” #

Comments are closed, but trackbacks and pingbacks are open.