সাতক্ষীরা প্রতিনিধি:বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সমাজের দুবৃর্ত্তায়ন থেকে বেরিয়ে কাঠামোগত সংস্কার করতে হবে। চামড়ার মুল্য অতীতে ভাল থাকলেও পরবর্তীতে দুবৃর্ত্তায়নের কারনে নায্য মুল্য মিলছে না। এবার বিনামুল্যে লবন সরবরাহের মাধ্যমে সরকার চামড়া মজুদ উপযোগী করার সুযোগ তৈরি করে দিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সংরক্ষিত চামড়া সুবিধাজনক সময়ে বাজারজাতকরণের মাধ্যমে ব্যবসায়ীরা লাভবান হতে পারবে। দীর্ঘদিনের দুবৃর্ত্তায়ন থেকে বেরিয়ে আসতে সকলের অংশগ্রহণ গুরুত্বপুর্ণ।
সোমবার দুপুর একটার দিকে সাতক্ষীরার শ্যামনগর পৌরসদরের চন্ডিপুর-ফুলপুর এলাকায় কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণে অস্থায়ী সংরক্ষণাগার হিসেবে ব্যবহৃত জামেয়া হাম্মাদিয়া মাদ্রাসা পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় যে উদ্যোগ নেয়া হয়েছে সেটা প্রথম বছরেই পুরোপুরি সফল হবে এমন না। বরং কিছু জায়গায় সফল হবে, কিছু ব্যর্থতা থাকবে আর এভাবেই আস্তে আস্তে সাফল্য আসবে। সে কারনে শুরু করাটা খুবই জরুরী ছিল।
বাইরে সেসব কথা বলা হচ্ছে সেগুলো ঠিক না-উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার লবনসহ চামড়ার মুল্য নির্ধারণ করেছে। ভালভাবে সংরক্ষণ করতে পারলে কোন চামড়া ১২/১৪ শত টাকার নিচে নামবে না বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সামনে আমরা এমন পদক্ষেপ নিতে যাচ্ছি যে হাট বৃদ্ধি করতে যাচ্ছি, যেখানে মাদ্রাসাগুলোকেও সম্পৃক্ত করবো হাট ব্যবস্থাপনার মধ্যে। যার ফলে হাসিলের একটা অংশ মাদ্রাসাগুলোও পায়। বাজারে যে হাসিল আদায় হয় তার মুল্য বহুগুন বেশী। আমরা চাই মাদ্রাসা ও এতিমখানাগুলো হাসিলের একটা অংশ পাক। সেজন্য আমরা উপয্ক্তু নীতি আমরা গ্রহণ করতে যাচ্ছি।
চাহিদা এবং সরবরাহ ব্যবস্থাপনায় ঘাটতি তৈরী করা গেলে মুল্য কয়েকগুন বৃদ্ধি পাবে। কিছু ভুল তথ্য ছড়িয়ে চামড়ার বাজারকে ক্ষতিগ্রস্থ করার মাধ্যমে দুবৃর্ত্তায়নের সাথে জড়িতদের সুযোগ তৈরি করে দেয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। তাতে কোরবানীর পশুর চামড়ার সবচেয়ে বড় সুফলভোগী হিসেবে মাদ্রাসা ও এতিখানাগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে বলেও তিনি অভিমত পেশ করেন। এসময় কোরবানীর পশুর চামড়ার অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শেনের সময় তিনি সুন্দর ব্যবস্থাপনার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশে সুপারসহ উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসা কতপক্ষকে ধন্যবাদ জানান।
এদিকে সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ নিয়ে সরকারের ভাবনার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, জাতীয় পর্যটন নীতি তৈরি করা হচ্ছে। আমাদের দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক উদ্দেশ্যেকে মাথায় নিয়ে আমরা আমাদের পর্যটন পরিকল্পনা করা হবে। আভ্যন্তরীণ পর্যটনকে আমি প্রথমেই গুরুত্ব দিতে চাই। বিদেশী পর্যটকদের ব্যাপারে চিন্তা পরে করা হবে। স্থানীয় সব অংশীজনকে নেয়া হচ্ছে, তাদের পাশাপাশি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পর্যটন নীতিমালা প্রণীত হবে। যেখানে স্থানীয় পর্যটকদের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে সাতক্ষীরা হতে ভেটখালী সড়কের কাজ শুরু হবে।
এসময় তার সাথে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, খুলনা বিভাগীয় জিআইজি, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, সহকারী কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির।
এর আগে উপদেষ্টা হেলিকপ্টারযোগে শ্যামনগরের নুরনগরস্থ ‘নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়-এর ৭০ বছর পুর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। প্রাক্তন প্রধান শিক্ষক আবু বক্কারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যার আব্দুল মজিদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মমতাজ আহমেদ।
এসময় অন্যন্যের মধ্যে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আসমা বেগম, আইন মন্ত্রণালয়ের উপ-সচিব আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধিমো. সেলিম হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.