‘সময়ের সম্পূর্ণ অপচয়’ মন্তব্য করে ওয়াক-আউট ট্রাম্পের

 

বিটিসি নিউজ ডেস্ক: মার্কিন সরকারের অচলাবস্থা নিরসনের আলোচনা থেকে ওয়াকআউট করলেন ডনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার মেক্সিকো সীমান্ত দেয়ালের অর্থ বরাদ্দ নিয়ে ডেমোক্র্যট প্রতিনিধি ন্যান্সি পেলোসি ও চাক শুমারের সাথে আলোচনায় বসেন ডনাল্ড ট্রাম্প।

তবে, দেয়াল নির্মাণের অর্থ পাওয়া যাবে না শুনেই বৈঠকের মাঝপথে বেরিয়ে যান ডনাল্ড ট্রাম্প। পরে এক টুইট বার্তায়, পুরো বৈঠককে সময়ের অপচয় বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্পের এই আচরণকে, কর্মচারীদের দুর্দশার প্রতি ট্রাম্পের উদাসীন মনোভাব বলে মন্তব্য করেছেন, পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি।

দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগে আবারো পিছিয়ে গেল ১৯ দিন ধরে চলা অচলাবস্থা নিরসনের সম্ভাবনা। বেতনবিহীন পরিস্থিতির মুখে পড়লেন মার্কিন সরকারের অন্তত ৮ লাখ কর্মী। গত বছরের ২২ ডিসেম্বর থেকে মেক্সিকো সীমান্ত দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দের দাবিতে সরকারের বেশ কয়েকটি বিভাগে অচলাবস্থা শুরু হয়। #

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.