বিটিসি স্পোর্টস ডেস্ক: বিশ্বের অনেক দেশে সমকামিতাকে অপরাধ হিসেবে দেখা হলেও অনেক দেশেই এটি পুরোপুরি বৈধ। শুধু তাই নয়, সমকামিদের সাহায্যের জন্য অনেক দেশে সরকারি এবং বেসরকারি উদ্যোগে অনেক কার্যক্রম গ্রহণ করা হয়। ফ্রান্সের লিগ ওয়ান টুর্নামেন্টেও সমকামিতার সমর্থনে একাধিক উদ্যোগ দেখে গেছে। সম্প্রতি সেসব উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিষিদ্ধ হয়েছেন মোহামেদ কামারা।
সমকামিতার সমর্থনে অনেক আগে থেকেই কাজ করে আসছে লিগ ওয়ান। গত কয়েক বছর ধরে ফুটবলে অ্যান্টি হোমোফোবিয়া ক্যাম্পেইন পরিচালনা করে আসছে লিগটি। সেই ক্যাম্পেইনের প্রচারণা চালানো হয়েছে ক্লাবগুলোর জার্সিতে। জার্সির নির্দিষ্ট অংশে ক্যাম্পেইনের ব্যাপারে কিছু শব্দ লেখা ছিল। টেপ দিয়ে সেই লেখা ঢেকে দিয়েছেন কামারা। এরপর থেকেই বিতর্কের শুরু।
গত ১৯ মে’র ঘটনা এটি। সেদিন লিগ ওয়ানে ন্যান্টেসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল মোনাকো। চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিতের ম্যাচে ন্যান্টেসকে ৪-০ গোলে হারায় মোনাকো। নিজে গোল করার পাশাপাশি দলকে জেতানোর পেছনে বড় ভূমিকা রেখেছিলেন কামারা। তবে ম্যাচ শেষে তিনি আলোচনায় আসেন অন্য কারণে।
এদিন ম্যাচের আগে সমকামিতার সমর্থনে একটি ছবি তোলার আয়োজন রাখে লিগ কর্তৃপক্ষ। তবে এই আয়োজন বর্জন করেন কামারা। শুধু তাই নয়, লিগ ওয়ানের ব্যাজও পরেননি তিনি, যে ব্যাজে সমকামিতার সমর্থনে বার্তা দেয়া হয়েছিল। কামারার এমন আচরণে ক্ষুব্ধ হয় লিগ কর্তৃপক্ষ।
গুঞ্জন আছে, এই ম্যাচের পর ফ্রান্সের ক্রিড়ামন্ত্রী স্বয়ং ফোনকলে কামারাকে শাস্তি দেয়ার জন্য সুপারিশ করেন। অবশ্য নিজের যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ দেয়া হয় কামারাকে। এই ঘটনার পর জরুরি ভিত্তিতে কামারাকে তলব করে লিগ ওয়ানের ডিসিপ্লিনারি কমিটি। সেখানে ঘটনার ফুটেজ দেখিয়ে কামারার কাছে এর ব্যাখ্যা চাওয়া হলে তিনি কিছুই বলতে পারেননি।
আচরণবিধি লঙ্ঘনের দায়ে লিগের নিয়মানুযায়ী ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে কামারাকে। এ প্রসঙ্গে এক বিবৃতি প্রকাশ করে লিগ ওয়ান জানিয়েছে, অ্যান্টি হোমোফিবিয়ার বিরুদ্ধে আমাদের লড়াইয়ে সংযুক্ত হতে কামারার অনিচ্ছা দেখার পর এবং তার সঙ্গে কথা বলার পর কমিশন তার ওপর চার ম্যাচের দৃঢ় স্থগিতাদেশ আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
কামারার ক্লাব লিগের এই সিদ্ধান্তকে মেনে নিয়েছে এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনায় তারা কোনো আপিল করবে না বলেও জানিয়ে দিয়েছেন মোনাকোর ব্যবস্থাপক থিয়েগো স্কারো। ফলে আগামী মৌসুমের প্রথম ৪ ম্যাচ মাঠের বাইরে থাকতে হচ্ছে কামারাকে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.