আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির ‘দূর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৯ জুন) রাতে আদমদীঘির প্রান্নাথপুর স্কুল মাঠে গ্রামবাসির অংশ গ্রহনে এই ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও কমিটি ঘোষনা করা হয়।
মহিদুল ইসলাম রাজিবের সভাপতিত্বে ও ইসমাইল হোসাইন তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও নতুন কমিটি ঘোষনা করেন সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক তাজ উদ্দীন আহমেদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম সেটু, ইউনিয়ন কৃষকদলের সভাপতি শরিফুল ইসলাম ও যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাসার বাবলু প্রমুখ। পরে মহিদুল ইসলাম রাজিবকে সভাপতি ও ইসমাইল হোসাইন তুহিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ‘দূর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অপর নেতা হলেন, সিনিয়র সহ-সভাপতি রাজিব হাসান, সহ-সভাপতি শফিকুল ইসলাম রায়হান, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আশিকুর রহমান শুভ, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিজার আলী, সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ মন্ডল, দপ্তর সম্পাদক তানভীর আহম্মেদ ইমন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাহিদ মন্ডল, ক্রীড়া বিষয়ক সম্পাদক তানভীর হোসেন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জোবায়ের আলম, সাংস্কৃতি ও বিনোদন বিষয়ক সম্পাদক লুৎফর মন্ডল, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক রাজু মন্ডল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নওফেল হোসেন, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফরিদ হোসেন, কার্যনির্বাহী সদস্য নওশাদ আলী সুমন, মশিউর রহমান সবুজ ও সজিবুর রহমান সজিব। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.