বিশেষ (ঢাকা) প্রতিনিধি: আগামী জুলাই মাসে দেশের সব জেলায় অসহায় মানুষের কল্যাণে সেবামূলক মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
সোমবার (১৬ জুন) রাজধানীর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ মেলার মাধ্যমে সমাজের অবহেলিত মানুষ হটলাইনে যোগাযোগ করতে পারবে। এভাবে তাদের সচেতন করে তোলা সম্ভব হবে।
উপদেষ্টা বলেন, সমাজ থেকে সহিংসতা দূর করতে এবং নারী ও শিশু নির্যাতন মুক্ত এলাকা গড়ে তুলতে আমরা কাজ করবো। গত ১০ মাসে আমাদের যে অর্জন তা ধরে রাখতে হবে।
তিনি বলেন, দেশের কথা ভেবে, সেবামূলক কাজে মন্ত্রণালয়ের কাঠামোগত পরিবর্তন এনে এসব কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।
এছাড়া রাষ্ট্রের কর্মচারী হিসেবে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এ অর্জনকে জুলাই আন্দোলনে শহিদদের উৎসর্গ করার কথাও বলেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো. আনোয়ার হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.