বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:আগামী পহেলা জুন ভারতের লোকসভার শেষ তথা সপ্তম দফার ভোট অনুষ্ঠিত হবে। এর আগে দুদিন ধ্যানমগ্ন হবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যোগে বসবেন কন্যাকুমারীর সেই বিবেকানন্দ শিলায়। এর আগে দুই বার লোকসভা নির্বাচনের প্রচার শেষে আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন মোদি।
২০১৪ সালের লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথ।
লোকসভা ভোটের প্রচার শেষ হলে ধ্যানে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তামিলনাড়ুর কন্যাকুমারীতে দুদিন ধ্যানমগ্ন হবেন তিনি। সূত্রের খবর, মূল ভূখণ্ডের অদূরে যে শিলার ওপর বসে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ, সেই ‘ধ্যানমণ্ডপম’-এ বসে ধ্যান করতে পারেন প্রধানমন্ত্রী মোদি।
পহেলা জুন আট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোটগ্রহণ ঐ দিন। ঐ দফাতেই ভোট রয়েছে মোদির কেন্দ্র বেনারসে। ৪ জুন ভোট গণনা। শেষ দফার ভোটের জন্য প্রচার শেষ হবে ৩০ মে।
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, ৩০ মে সন্ধ্যা থেকে পহেলা জুন সন্ধ্যা পর্যন্ত্ত দুদিন বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসবেন মোদি। এর আগে দুবার লোকসভা নির্বাচনের প্রচার শেষেও আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন মোদি।
২০১৪ সালের লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথ। ২০১৯ সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের শিবাজির প্রতাপগড় দুর্গে। এবার তিনি যাবেন দক্ষিণ ভারতে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.