আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির উপজেলার সান্তাহার এলাকার সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু করেছেন বগুড়ার সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সান্তাহার পশ্চিম ঢাকা রোড থেকে পাকা-আধাপাকা বসত বাড়ি ও দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
বগুড়া সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়। এ অভিযানে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ছিলেন লতিফ খান। পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ সহযোগিতায় ছিলেন।
সড়ক ও জনপথ বিভাগ সুতে জানাযায়, সড়ক ও জনপথ বিভাগ আঞ্চলিক মহাসড়কের দুই পাশের জায়গা কেউ ক্ষমতার জোরে, কেউবা কৌশলে অবৈধ ভাবে জবর দখল করে স্থাপনা নির্মান করেন।
এতে সড়কে যানজট ও দুর্ঘটনা বেড়েই চলছিল। বগুড়া সড়ক ও জনপদ বিভাগ ইতিমধ্যে সড়কের দুপাশে অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা ৩ ফেব্রুয়ারীর মধ্যে নিজ উদ্যোগে অপসারণের জন্য মাইকিং করে প্রচার করেন।
নির্ধারিত সময়ে অপসারণ না হওয়ায় মঙ্গলবার সকাল থেকে আদমদীঘির সান্তাহার পশ্চিম ঢাকারোড থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। প্রথম দিনে পেট্রোল পাম্পসহ প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে বগুড়া সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান জানান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.