মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে সচেতনতা মূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মো. শাহাবুদ্দিন সিকদার।
বেসরকারি উন্নয়ন সংস্থা র্ডপ এর পানিই জীবন ফেইজ-৩ এর আওতায় স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন স্থায়ী কমিটির সভায় কমিটির সদস্য মো. খলিলুর রহমান, শেফালী আক্তার রাখি, কমিউনিটি উন্নয়ন কর্মকর্তা মো. ইসরাইল মিয়া, সুজন চন্দ্র ঢালী ও সারমিন আক্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডরপ্-এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো. জাকেরুল ইসলাম।
সভায় বিদ্যমান পানি উৎস সমূহের প্রয়োজনীয় সংস্কার, অবকাঠামো উন্নয়ন চলমান সোলার পিএসএফ-এর কাজ তদারকি করা, নতুন সোলার পিএসএফ স্থাপনের জন্য পুকুর নির্বাচন করা, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ও ল্যাট্রিন ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির বিষয় নিয়ে আলোচনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি গনেশ পাল ও এম. পলাশ শরীফ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.