সঙ্গীকে উষ্ণ আলিঙ্গন খুব প্রয়োজন – কৃতি শ্যানন

বিটিসি বিনোদন ডেস্ক: অনেক দিন ধরেই গুঞ্জন চাউর হয়েছিল, বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা কৃতি শ্যানন কবীর বাহিয়া নামের এক শিল্পপতির সঙ্গে সম্পর্কে রয়েছেন। বিদায়ী বছরে গ্রিসে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। সেই থেকেই এই জল্পনার শুরু। পরবর্তী সময়ে কখনও গোপনে প্রেমিকের সঙ্গে রেস্তোরাঁয় একান্তে সময় কাটিয়েছেন, আবার কখনও একসঙ্গে করেছেন ধূমপান।
সদ্য বিদায়ী বছরের ডিসেম্বর মাসে বড়দিন উদযাপনের মূহুর্তে কৃতির সঙ্গেই ছিলেন প্রেমিক কবীর বাহিয়া। যদিও সম্পর্কের বিষয়ে নিশ্চুপ নির্বিকার তবে সে যে প্রেম সাগরে হাবুডুবু খাচ্ছে, তা স্পষ্ট। অবশেষে একটি সাক্ষাৎকারে নিজের প্রেম প্রসঙ্গে মুখ খুলেছেন কৃতি।
এ বিষয়ে তিনি বলেন, কেউ প্রেমে পড়লে সঙ্গীর সঙ্গে প্রতিটি মুহূর্ত ভাগ করে নিতে চায়। কেউ কেউ আবার পরস্পরকে উপহারের আতিশয্যে ভরিয়ে রাখে।
অভিনেত্রীর দাবি, প্রেমিকের জন্য সামান্য কিছু করার চেষ্টাকেও তিনি খুব বড় মনে করেন। ছোট ছোট বিষয়ের মাধ্যমেই প্রেম প্রকাশ করা যায় বলে মত কৃতির।
কৃতির বলেন, ‘ছোট ছোট বিষয় কিন্তু আমরা মনে রাখি। হতেই পারে, হঠাৎ সঙ্গীকে একটা উষ্ণ আলিঙ্গন করলেন। সেই সময় হয়তো ওই আলিঙ্গনটাই তার সবচেয়ে প্রয়োজন ছিল। সকালে ঘুম থেকে উঠে একটা শুভেচ্ছা জানিয়েও প্রেম প্রকাশ করা যায়। সঙ্গীর থেকে ভালোবাসা ও মনযোগ পাওয়াই বড় বিষয়। সঙ্গী যদি আপনার ছোট ছোট বিষয় মনে রাখেন, সেটা আরও ভালো বিষয়।’
সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় তা হলে কি সঙ্গীর মধ্যে আমরা পরিবারকেই খুঁজি? প্রত্তুত্যরে কৃতি বলেন, ‘আমরা আসলে একজন ভালো সঙ্গী খুঁজি। আমাদের পরিবার কেমন হবে, সেটা তো ঈশ্বর আগেই ঠিক করে রাখে। সঙ্গী আমার পরিবার হয়ে উঠতে পারবে কি না, সেটা কিন্তু আমরাই ঠিক করি। সেটা আমাদের সিদ্ধান্ত। সঙ্গীর কাছে ফেরা অনেকটা ঘরে ফেরার মতোই হয়।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.