বিশেষ (ঢাকা) প্রতিনিধি: সংস্কার কমিশনগুলোর প্রস্তাবিত সুপারিশমালা সমন্বয়ে কাজ শুরু করে দিয়েছেন কমিশন প্রধানরা। একই বিষয়ে একাধিক কমিশনের সুপারিশ আছে। এসব ক্ষেত্রে কোথায় কোথায় ভিন্নমত আছে, সেসব চিহ্নিত করবে কমিশনগুলো।
সোমবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে মতবিনিময় করেন সংস্কার কমিশনগুলোর প্রধানরা। সেখানেই এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে।
বৈঠক শেষে সংবিধান সংস্কার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের কাছে ইতোমধ্যে যে কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দিয়েছে, সেসব কমিশনের সুপারিশমালা পর্যালোচনা এবং সমন্বয়ের জন্য কমিশনপ্রধানদের মতবিনিময় সভা হয়। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান এ মতবিনিময় সভায় অংশ নেন। এছাড়া বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধানের পক্ষে সভায় অংশ নেন বিচারপতি এমদাদুল হক।
সভায় কমিশন প্রধানরা তাদের নিজ নিজ কমিশনের দেওয়া সুপারিশগুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এগুলোর ভেতরে ভিন্নমত থাকলে সেগুলো চিহ্নিত করার বিষয়ে সিদ্ধান্ত নেন। এছাড়া স্বল্প ও দীর্ঘ মেয়াদে সংস্কারের বিষয়গুলো সুনির্দিষ্ট করার বিষয়েও একমত হন তারা।
এ ব্যাপারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নিজেদের মধ্যে সমন্বয়ের জন্য এটি ছিল প্রাথমিক বৈঠক। কমিশনগুলোর মধ্যে কী কী বিষয়ে ঐকমত্য আছে, কোথায় কোথায় পার্থক্য আছে, সেগুলো চিহ্নিত করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.