বিশেষ প্রতিনিধি:দেশের চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হানি সেলেম সনবলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে সংকট আছে, যা উত্তরণের চেষ্টা চলছে। তবে আর্থিক সংকট মোকাবেলা করে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াচ্ছে।
আর চড়ে যাওয়া ডলারের দাম কমিয়ে আনার ব্যাপারেও কাজ চলছে বলে মন্তব্য করেন মাহমুদ আলী।
এ সময় আইটিএফসির প্রধান নির্বাহী হানি সেলেম বলেন, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অবকাঠামো খাতে সহযোগিতার ক্ষেত্র আরো বাড়ানো হবে। এর পাশাপাশি নতুন নতুন খাতে সহযোগিতা কীভাবে বাড়ানো যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে আইটিএফসির সহায়তার পরিমাণ আরো বাড়ানো এবং এক্ষেত্রে বেসরকারি খাতকে যুক্ত করার বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.