গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলস্টেশনে রেল সেতু পারাপারের সময় ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি।
রবিবার (১২ মে) বিকেলে সুতিয়া নদীর ওপর রেলওয়ে সেতু হেঁটে পার হওয়ার সময় আন্তঃনগর ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেল সাড়ে ৩টার দিকে ওই দুই ব্যক্তি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গয়েশপুর বাজার থেকে হেঁটে কাওরাইদ বাজারের দিকে যাচ্ছিলেন।
পথে তারা সুতিয়া নদীর ওপর রেলওয়ে সেতু পার হওয়ার আগেই ময়মনসিংহগামী মোহনগঞ্জ অন্তঃনগর ট্রেন চলে আসে। এতে চলন্ত ট্রেনের ধাক্কায় তারা দুজনই সেতুর নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী কবির হোসেন বিটিসি নিউজকে জানান, নিহত দুজনই বয়োবৃদ্ধ। তারা মাথা নিচু করে হেঁটে সেতু পার হচ্ছিলেন। কাছাকাছি ট্রেন চলে এলেও তারা টের পাননি। পরে ট্রেনচালক বারবার হুইসেল বাজানোর পর তারা টের পান। টের পেয়ে দ্রুত সেতু পার হওয়ার আগেই ট্রেনটি তাদের ধাক্কা দেয়।
স্থানীয়দের অভিযোগ, ট্রেন আসার মুহূর্তে সেতুটির দুই পাশে রেলওয়ের কর্মী থাকলে এ দুর্ঘটনা ঘটত না।
তবে কাওরাইদ রেলওয়ের স্টেশন মাস্টার আল আমিন বিটিসি নিউজকে জানান, রেলওয়ে সেতু থেকে প্রায় ৩০০ গজ দূরে উত্তর-পশ্চিম পাশে কাওরাইদ-গয়েশপুর সড়কে সেতু রয়েছে। ওই সেতু দিয়েই সবার পারাপার হওয়ার কথা। রেলওয়ের সেতুর দুই পাশেই সতর্কীকরণ বিজ্ঞপ্তি রয়েছে, ‘এই সেতু দিয়ে পারাপার নিষেধ।’
তিনি বলেন, ‘চলন্ত ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যুর ঘটনাটি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।’ তবে সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেনি।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সেতুফুর রহমান বিটিসি নিউজকে বলেন, ‘খবর পেয়েছি। ঘটনাস্থলের কাছাকাছি রয়েছি। পরে বিস্তারিত জানাতে পারব।’
সংবাদপ্রেরকবিটিসিনিউজএর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.