শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আজ রাজশাহী আসছেন
পিআইডি প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: মুজিবুল হক দুইদিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার রাজশাহী আসবেন। সফরসূচি মতে প্রতিমন্ত্রী এদিন রাজশাহী শহরের প্রাণ কেন্দ্রে তেরখাদায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপদ বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনষ্টিটিউটের নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তৃতা করবেন।
মন্ত্রণালয়ের নিজস্ব ১৯ বিঘা জমির উপর শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের পেশাগত দুর্ঘটনা, রোগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার ১৬৫ কোটি টাকা ব্যয়ে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপদ বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনষ্টিটিউট স্থাপন করতে যাচ্ছে । প্রতিমন্ত্রী পরদিন শুক্রবার দুপুরে ইউএস-বাংলা বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।( প্রেস বিজ্ঞপ্তি )#
Comments are closed, but trackbacks and pingbacks are open.