জামালপুর প্রতিনিধি: জনস্বাস্থ্য অধিদপ্তরের মানব সম্পদ বিভাগের জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বিনামূল্যের ল্যাট্রিন বরাদ্দে ৪নং বালিজুড়ী ইউনিয়নের শ্রমিকদলের আহবায়ক শরিফ উদ্দিন ও তার সহযোগী খাজা বগ এর বিরুদ্ধে সরঞ্জাম আটকিয়ে অর্থ আদায় করার অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে সুবিধাভোগীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তবে বিনামূল্যে ল্যাট্রিন বিতরণে কোন অর্থ হাতিয়ে নিয়ে থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে রবিবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় জানিয়েছেন উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী মো: শফিকুল ইসলাম।
খোজ নিয়ে গেছে, ২০২২-২৩ অর্থ বছরের জনস্বাস্থ্য অধিদপ্তরের মানব সম্পদ বিভাগের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের ৬৫টি পরিবারের জন্য বিনামুল্যে ল্যাট্রিন বরাদ্ধ করে তালিকা করা হয়। সেই ৬৫টি পরিবারের ল্যাট্রিনের কাজ তারা ঠিকাদারের কাছ থেকে কিনে নিয়ে ল্যাট্রিনের সরঞ্জাম আটকিয়ে বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামের মরহুম রহিম উদ্দিনের ছেলে ইউনিয়নের শ্রমিকদলের আহবায়ক শরিফ উদ্দিন ও একই গ্রামের মরহুম লোকমান বগ এর ছেলে খাজা বগ তার সহযোগী হিসেবে প্রতিজনের থেকে ১০০০ টাকা করে অর্থ আদায় করে আসছে। এ ছাড়াও শরীফ উদ্দিনের বিরুদ্ধে ভিজিডি কার্ড দেওয়ার নামে ইউনিয়নের বিভিন্ন নারীদের থেকে প্রায় ৫০০০ টাকা করে হাতিয়ে নিয়েছেন বলেও একাধিক সুত্রে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক তালিকাভুক্ত ভুক্তভোগীরা বিটিসি নিউজকে জানান, গরীব মানুষ হিসেবে সরকারিভাবে আমরা বিনামূল্যে ল্যাট্রিন পেয়েছি। কিন্তু হঠাৎ ইউনিয়ন শ্রমিকদলের আহবায়ক শরীফ উদ্দিন ও তার সহযোগী খাজা বগ এসে আমাদের নিকট ১০০০ করে টাকা দাবী করে। অনেকেই টাকা দিয়েছে তাই তাদের ওখানে তাড়াতাড়ি কাজ শুরু হয়েছে। অনেকেই আমরা টাকা দিতে রাজি না হওয়ায় ল্যাট্রিনের সরঞ্জাম গুলো আটকায় রাখে তারা। পরে ধান বেইচা টাকা দিছি। সরকারের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
একই এলাকায় বৃদ্ধ আমজাদ মন্ডল বিটিসি নিউজকে বলেন, আমি বৃদ্ধ মানুষ, নাই ছেলে কয়েক বছর আগে বউ মারা গেছে খুব কষ্টে দিন কাটছে। নেই ল্যাট্রিন আবার নতুন করে ল্যাট্রিন দেওয়ার মতো টাকা নাই। জনস্বাস্থ্য প্রকৌশলী থথেকে আমাকে একটি টয়লেট দেওয়া হয় এই খবর শুনে খুবই আনন্দিত হলাম ঠিকই কিন্তু একটু পরই বিএনপির নেতা আসলো টাকা নিতে। পরে আমি টাকা দিতে রাজি হয়নি পরে শরিফ বলে টাকা না দিলে অন্যজনকে দিয়ে দিবো। একপর্যায়ে বাধ্য হয়ে ঋণ করে টাকা দেয়।
বালিজুড়ী ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক শরিফ উদ্দিন বিটিসি নিউজকে জানান, আমি মেলান্দহ মিটিং এ যাচ্ছি। মিটিং শেষ করে এসে আপনার সাথে দেখা করব।
এ দিকে বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বিটিসি নিউজকে জানান, তারা ঠিকাদারের থেকে কাজ কিনে নিয়ে কাজ করতেছে। প্রথমে কিছু ব্যক্তিদের থেকে কিছু টাকা তারা নিয়েছিল শুনে পরে আমি গিয়ে সেখানে সবাইকে না করে এসেছি এবং আমার নাম্বার দিয়ে এসেছি। যাতে কেউ আর টাকা না দেয়।
এ দিকে বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা বিটিসি নিউজকে জানান, বিষয়টি অবগত না। খোজ খবর নিব। যদি কোন অপকর্মের সত্যতা পাওয়া যায় তাহলে উপজেলা শ্রমিকদলকে অবহিত করা হবে। আর কোন ব্যক্তির দায় সংগঠন নিবে না।
উপজেলা শ্রমিকদলের সভাপতি আনোয়ার জাহিদ মাখন বিটিসি নিউজকে জানান, বিনামুল্যে ল্যাট্রিন বিতরনে ঠিকাদাররা কাজ করতেছে। তালিকা অনেক আগেই হয়েছে। এখানে নাম দেওয়া কিংবা নতুন করে দেওয়ার কোন সুযোগ কারো নেই। আর যদি কেউ ল্যাট্রিন দেওয়ার নামে অপকর্ম করে থাকে দায়ভার তিনিই নিবেন।
এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশলী শফিকুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, মাদারগঞ্জ ন্যায় সারাদেশেই বিনামূল্যে টয়লেট দেওয়া হচ্ছে। এ বিনামূল্যের টয়লেট থেকে টাকা নেওয়ার সুযোগ নেই, কেউ যদি নেয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: হাসান আল মামুন বিটিসি নিউজকে জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.