নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার এনামুল হক শিবির নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন রাজশাহীর বাগমারা উপজেলার তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস ও জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন সাফল্য আলোচনা’ শীর্ষক শোক সমাবেশে বক্তারা এমন মন্তব্য করেন।
বৃহস্পতিবার বিকেলে বাগমারার গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাগমারা উপজেলার তৃণমূল আওয়ামী লীগ এই শোক সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, বাগমারার আওয়ামী লীগের এমপি এনামুল হক তার জীবদ্দশায় কখনো আওয়ামী লীগ করেনি। তিনি শিবিরের নেতা ছিলেন। তিনি ও তার পরিবার জামাত-শিবিরের রাজনীতির সাথে জড়িত।
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি টেনে শোক সমাবেশে বক্তারা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে ইঞ্জিনিয়ার এনামুল হক তার কাছে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন, ‘তুমি তিনবার নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছ অথচ এখনো আওয়ামী লীগ হতে পারো নি। তাই এবার মনোনয়ন দেয়ার বিষয়ে আমরা ভাবব বা সিদ্ধান্ত নেব।’
শোক সমাবেশে বক্তারা বলেন, আসলে তৃণমূল আওয়ামী লীগ মনোনয়ন দেয়। তৃণমূল আওয়ামী লীগ ছাড়া কাউকে মনোনয়ন প্রধানমন্ত্রী দেন না। তাই এবার রাজশাহীর বাগমারায় তৃণমূল আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে সেই নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে।
বক্তারা আরো বলেন, এমপি এনামুলের অনিয়ম, দুর্নীতি আর নারী কেলেঙ্কারের কারণে তৃণমূল আওয়ামী লীগ আর তার সঙ্গে নেই। তৃণমূল আওয়ামী লীগ থেকে সে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। বাগমারার জনসাধারণ বুঝে গেছে এমপি এনামুল একজন ধান্দাবাজ। এনামুলের পায়ের নিচে মাটি নাই। তার বিদায় ঘণ্টা বেজে গেছে।
শোক সভায় বক্তব্য রাখেন- রাজশাহী এডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. ইব্রাহিম হোসেন; জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, বাগমারার তাহেরপুর পৌর মেয়র ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো.আবুল কালাম আজাদ; বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী, রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটির সদস্য অধ্যাপক ড. পি এম সফিকুল ইসলাম, বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. জাকিরুল ইসলাম সান্টু প্রমখ।
গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আলমগীর সরকার শোক সমাবেশে সভাপতিত্ব করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমজাদ হোসেন শিমুল / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.