শেষ ষোলোয় ডর্টমুন্ড, বড় বাঁচা বাঁচল পিএসজি

বিটিসি স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের মৃত্যুকূপ বলা হচ্ছিল গ্রুপ এফ’কে। ওই গ্রুপ থেকে এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌছে গেছে জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। মঙ্গলবার রাতে গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে এসি মিলানের মাঠ থেকে ৩-১ গোলের বড় জয় তুলে নিয়েছে ডর্টমুন্ড।
ম্যাচের ১০ মিনিটে মার্কো রিউস পেনাল্টি থেকে গোল করে দলকে প্রথম লিড এনে দেন। প্রথমার্ধের ৩৭ মিনিটে গোল করে মিলান সমতায় ফেরে। তবে দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে সানসিরো স্তব্ধ করে দেয় ডর্টমুন্ড। এতে গত মৌসুমের সেমিফাইনালে খেলা এসি মিলান গ্রপ পর্বে বিদায়ের শঙ্কা পড়ে গেছে।
একই গ্রুপের অপর ম্যাচে দুর্দুান্ত ফুটবল দেখিয়েছে নিউক্যাসল ইউনাইটেড ও পিএসজি। প্যারিসে প্রতিশোধের বার্তা দিয়ে পা রেখেছিল সৌদি মালিকানায় যাওয়া নিউক্যাসল। কথা মতো, ম্যাচের ২৮ মিনিটে অ্যালেক্সজান্ডার ইসাকের গোলে লিডও নিয়েছিল প্রিমিয়ার লিগের ক্লাবটি।
তবে ম্যাচের একদম শেষ সময়ে অর্থাৎ ৯৮ মিনিটে কিলিয়ান এমবাপ্পের বিতর্কিত পেনাল্টি গোলে  সমতায় ফেরে পিএসজি। ওই সমতায় এক পয়েন্ট পেয়েছে প্যারিসের ক্লাবটি। পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে আছে দুইয়ে। তবে নিউক্যাসল কিংবা এসি মিলানের শেষ ষোলোয় যাওয়ার সুযোগ এখনও শেষ হয়ে যায়নি।
আগামী ১৪ ডিসেম্বর বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে পিএসজি। ওই ম্যাচে দলটি হারলে শেষ ষোলোয় যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। একই দিন নিউক্যাসল ও এসি মিলান মাঠে নামবে। পিএসজি হারলে নিউক্যাসল ও এসি মিলানের মধ্যকার ম্যাচের জয়ী চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। নিউক্যাসল ম্যাচটি ঘরের মাঠে খেলবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.