শেরপুর প্রতিনিধি: শেরপুরে ট্রাক চাপায় আজিজ মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেরপুর-জামালপুর সড়কের ব্রহ্মপুত্র সেতুর টোল বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক বিটিসি নিউজকে জানান, সদরের ভীমগঞ্জ এলাকার জুলহাস উদ্দিনের ছেলে আজিজ মিয়া ও চরপাড়া এলাকার নেহাজ উদ্দিনের ছেলে মুখলেস উদ্দিন শেরপুর থেকে কলা কিনতে মোটরসাইকেলে করে জামালপুরের তুলসিরচর যাচ্ছিলেন।
এসময় ব্রহ্মপুত্র সেতুর টোল বক্সের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজ মিয়াকে মৃত ঘোষণা করেন। আর মুখলেস উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ কর্মকর্তা আরও জানান, ট্রাকের চালক কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর শেরপুর প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম রাকিব। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.