শেখ হাসিনার উন্নয়নের পোস্টার হলো রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, বিদ্যুৎ ও শিক্ষা: ভূমি মন্ত্রী

 

পিআইডি প্রতিবেদক: ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, দেশের উন্নয়ন তথা শেখ হাসিনার উন্নয়নের চিত্রের জন্য পোস্টার লাগে না। উন্নয়নের পোস্টার হলো দৃশ্যমান রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট ও বিদ্যুৎ। যে রাস্তা দিয়ে আপনারা অনায়াসে দ্রুত যাতায়াত করতে পারছেন, এটা হলো জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন।

গতকাল সন্ধ্যা পাবনা জেলার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. এসব কথা বলেন।

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ আরও বলেন, যে ব্রীজ দিয়ে নদী, খাল অনায়াসেই পাড় হচ্ছেন তাই হলো শেখ হাসিনার উন্নয়ন, ঘরে ঘরে এখন বিদ্যুতের বাতি জ¦লছে তাও শেখ হাসিনার দেয়া উন্নয়ন। প্রতিটি পাড়া, মহল্লা, ইউনিয়নে স্কুল কলেজ, মাদ্রাসা এসব কিছুই শেখ হাসিনার উন্নয়ন। শেখ হাসিনার আমলে এখন গাড়িতে চড়ে খুব দ্রুত নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাচ্ছেন সবাই, জনমানুষের সাথে আইন-শৃঙ্খলা ও প্রশাসনের সম্পর্ক হচ্ছে নিবিড়। সব কিছুরই অবদান জননেত্রী শেখ হাসিনা সরকারের।

মন্ত্রী বলেন, উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আগামি সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা, গণমানুষের নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও জয়যুক্ত করুন। তিনি বলেন, উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করুন। মন্ত্রী বলেন, ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মার্কা নৌকা।

লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.