বিটিসিস্পোর্টসডেস্ক: ইংল্যান্ডের বার্মিংহামে চলছে ২২তম কমনওয়েলথ গেমস। চলবে ৮ আগস্ট পর্যন্ত। কিন্তু এরই মধ্যে বাংলাদেশের বিদায় হয়ে গেছে। শুক্রবার কুস্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হয়েছে লাল-সবুজের গেমস।
বাংলাদেশের শেষ ডিসিপ্লিন ছিল কুস্তি। আগের ইভেন্টগুলোর মতো এই ইভেন্টের ক্রীড়াবিদরাও দেশে পাঠিয়েছে হতাশার খবর। বাংলাদেশের কুস্তিগীররদের কেউই জয়ের দেখা পাননি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.