জামালপুর প্রতিনিধি: মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর জেলা শাখা এই কর্মসুচির আয়োজন করে।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা: ছাইদা বেগম শ্যামাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সমাজে অপরাধ অনেক বেড়ে গেছে।
নারীদের নিরাপত্তা না থাকায় ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় দিন দিন শিশু ধর্ষণের মত ভয়াবহ অপরাধ বৃদ্ধি পাচ্ছে। মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করে ধর্ষণ প্রতিরোধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানান বক্তারা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.