শিল্পের উপমা

লোকমান হোসেন পলা:
চেনার মতন আমাকে চেনেছে যারা
তাদেরই অনেকের চোখ জেগে থাকে আমার চোখে,
তাদের মুখের আদল আমার মনের দর্পনে
আজো দেখি তাদের উজ্বল আবেগ ভরা স্মৃতির ফুল
সেই ফুল কি যে আনন্দ গেঁথেছিলো মালা আজো জেগে আছে তার গন্ধের যৌবন,
চলতে চলতে অকস্মাৎ দেখা কোন মুখ
নিয়ো যায় অন্য কোনো মুখের কাছে, 
মনে হয় মুখটি আমার দেখা মুখের মতন
যার কিছু স্মৃতি রাখা আছে আমার স্মৃতির কাছে
অথচ প্রতিটি  মুখই অন্যন শিল্পের উপমা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.