শিরোপার লড়াইয়ে থাকা আর্সেনাল আজ ম্যানইউর অতিথি

বিটিসি স্পোর্টস ডেস্ক: শিরোপার দৌড়ে নিজেদের টিকিয়ে রাখতে রোববার (১২ মে) মাঠে নামছে আর্সেনাল। ওল্ড ট্রাফোর্ডে তাদের আতিথ্য দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ গড়াবে রাত সাড়ে ৯টায়।
আর্সেনালের স্বপ্ন জয়ের বড় বাধা ম্যানচেস্টার ইউনাইটেড। সিটিজেনদের থেকে দুই পয়েন্টে পিছিয়ে থাকা দলটাকে জিততে হবে যেকোনো মূল্যে। আর্টেটা সবাইকে বুঝিয়ে দিয়েছেন নিজ নিজ দায়িত্ব। লক্ষ্যটা পরিস্কার- চ্যাম্পিয়নশিপ ফাইটে টিকে থাকতে হলে জিততেই হবে গানারদের। হেরে গেলে রাস্তা পরিস্কার ম্যানচেস্টার সিটির। ফুলহ্যামকে হারিয়ে ইতোমধ্যে নিজেদের কাজটা সেরে রেখেছে তারা।
সিটিজেনদের নিশ্চয়ই কোনভাবেই সুযোগ দিতে চাইবে না আর্সেনাল। বাজির দর বলছে, ব্যর্থতায় পর্যবসিত এরিক টেন হ্যাগ বাহিনীকে সহজেই উড়িয়ে দেবে গানার্সরা। কিন্তু, দিন শেষে কাগজে-কলমের হিসাবটা যে মাঠে টেকে না, সেটা তো ভালোই জানা আর্সেনাল কোচের। গানারদের জন্য সুখবর, পুরো ফিট একটা একাদশ পাচ্ছে তারা। বুকায়ো সাকা এবং তাকেহিরো তোমায়াসুকে নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও ম্যাচের আগে সেটাকে নিয়ে কোনো বাড়তি চাপ নিচ্ছেন না আর্সেনাল বস।
সবাই যখন আর্সেনাল বন্দনায় মেতে আছে, তখন নিজের মাঝে ডুবে আছেন এরিক টেন হ্যাগ। জানেন না আগামী মৌসুমে এই ডাগআউটে আর দাঁড়াতে পারবেন কি না। তবে, যতক্ষণ আছেন, হাল ছেড়ে দেয়ার পাত্র নন এই ডাচ ভদ্রলোক। অর্থাৎ আর্সেনালের চোখে চোখ রেখেই জবাব দেয়ার প্রস্তুতি ইউনাইটেডের।
ইউনাইটেডের জন্য সুখবর- ইনজুরি থেকে সেরে উঠে অনুশীলনে ফিরেছেন মার্কাস রাশফোর্ড, লিসান্দ্রো মার্টিনেজ, ব্রুনো ফার্নান্দেজ এবং স্কট ম্যাকটমিনে। অ্যান্থনি মার্শিয়াল ফিরে এলেও তাকে নিয়ে খুব একটা আশাবাদী নন টেন হ্যাগ। মাসন মাউন্ট ইনজুরিতে পড়ায় তার জায়গায় এ ম্যাচে শুরুর একাদশে ফিরতে পারেন ক্যাসিমিরো। ব্রাজিল স্কোয়াডে জায়গা হারিয়ে কিছুটা ব্যাকফুটে থাকলেও এই মুহূর্তে আর কোনো অপশন নেই এরিকের হাতে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.