শিবচরের পাঁচ্চরে এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে উল্টে গেল ট্রাক

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে শিবচরের পাঁচ্চরে এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি ট্রাক উল্টে গেছে। এ সময় চালক ও হেলপারসহ চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ দিকে দুর্ঘটনার পর কিছুসময় ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।
আহতরা হলেন: ঝিনাইদহের সদর উপজেলার পবোয়াটি গ্রমের শফিউল্লার ছেলে শাহীন আহমেদ (৩৮), গোপালগঞ্জের মুকসুদপুরের ভাটিয়াপাড়ার সুরুজ আলীর ছেলে জামান (৪৩), চট্টগ্রামের প্রদীপ চৌধুরীর ছেলে জুয়েল চৌধুরী (২২) এবং পিকআপ চালক সুমন আহমেদ (৩০)।
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, ‘সকালে কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ চারজন আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাদারীপুর প্রতিনিধি মো. এস আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.