শিবগঞ্জের ভবানীপুর হাফেজিয়া মাদরাসাকে দুইতলায় উন্নীতকরণ
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ভবানীপুর হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা ভবনকে দুইতলায় উন্নীত করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার সকালে মাদরাসা চত্বরে এক দোয়া মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দ্বিতীয়তলা কাজের শুভ উদ্বোধন করেন- শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ডঃ মোঃ কেরামত আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ মিনহাজুল ইসলাম,ভবানীপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোঃ ইলিয়াস উদ্দীন,অত্র হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ সোহবুল ইসলাম প্রমুখ।
মাদ্রাসাটির শিক্ষকমণ্ডলী ও ছাত্রবৃন্দের উপস্থিতিতে এক দোয়া মাহফিল পরিচালনা করা হয়।
দোয়ায় বাংলাদেশের উপর সার্বক্ষণিক আল্লাহর রহম বর্ষণের ফরিয়াদ করা হয়। এদেশের শিক্ষাব্যবস্থা যাতে ইসলামী ধাচে এগিয়ে যায় সেই প্রার্থনাও করা হয়।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.