খুলনা ব্যুরো: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত করা হয়েছে ৫২ সিটের নতুন ক্রয়কৃত একটি বাস। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বড় বাসের সংখ্যা ১৩টিসহ মোট গাড়ির সংখ্যা ৩৭টি।
আজ রবিবার (৫ নভেম্বর) দুপুরে ফিতা কেটে নতুন এই বাসের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উদ্বোধন শেষে অতিথিদের নিয়ে বাসে চড়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তিনি।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.