ঢাকা প্রতিনিধি: বাংলাদেশে গুম হওয়া পরিবারগুলোর সদস্যদের নিয়ে গঠিত মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর সমাবেশে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গ্রেপ্তার ও নির্যাতন বন্ধ করার দাবি নিয়ে সমাবেশের আয়োজন করে মায়ের ডাক। সমাবেশ শুরুর কিছুক্ষণের মধ্যেই সেখানে বাধা দেয় পুলিশ।
পরে তাদের জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করতে বলে তারা।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রেসক্লাবের সামনে সমাবেশ চলছিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: মাসুদ রানা খন্দকার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.