শারদীয় দুর্গাৎসব, আদমদীঘিতে ৫৮ মন্ডবে প্রতিমায় রংয়ের ছোঁয়া দিতে ব্যস্ত কারিগর
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:: হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই দুর্গাপূজা উৎসবকে ঘিরে বগুড়ার আদমদীঘি উপজেলায় এবার ৫৮টি মন্ডবে প্রতিমা তৈরীর পর মহা ধুমধামে চলছে রং আর তুলির কার্যক্রম। সাজানো হচ্ছে মন্ডব এতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীর কারিগররা।
আদমদীঘি উপজেলার সান্তাহার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন মিলে ৫৮টি মন্দির বা মন্ডবে শারর্দীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ৭টি, নসরতপুর ইউনিয়নে ৭টি, আদমদীঘি সদরে ১০টি, সান্তাহার ইউপিতে ৪টি, কুন্দগ্রাম ইউপিতে ১১টি, চাঁপাপুর ইউপিতে ৯টি ও সান্তাহার পৌরসভা এলাকায় ১০টি মন্ডবে এই পূজা অনুষ্ঠিত হবে।
শান্তিপূর্ণ ও অবাধে পূজা উদযাপনের লক্ষে ইতিমধ্যেই উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্ততি নিয়েছে। শারদীয় দুর্গাপূজা উৎসবকে ঘিরে সনাতন হিন্দু ধর্মাম্বলিদের মাঝে চলছে বাজারে কেনাকাটা বইছে আনন্দের বন্যা।
মন্ডবের আশেপাশে নানা সাজে সাজানো হচ্ছে যাতায়াতের পথ। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিটিসি নিউজকে জানান, আসন্ন দুর্গাপূজা উৎসব যেন নির্বেঘ্নে করতে পারে সেজন্য সকল নিরাপত্তা ব্যবস্থা জোড়দার থাকবে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.