হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১২৭ বস্তা ভারতীয় চিনিসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) রাত ৮টার দিকে শায়েস্তগঞ্জ হাসপাতাল সড়কের একটি গুদামে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ ও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শায়েস্তাগঞ্জের বিমল পালের ছেলে উৎস পাল ও সিলেটের জৈন্তাপুরের ময়না মিয়ার ছেলে আব্দুর রাহিম ও জাবের মিয়া।
হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বিটিসি নিউজকে জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ ভারতীয় চিনি ও চা পাতা বিক্রি করে আসছে।
তিনি বলেন, ‘গ্রেপ্তার তিন ব্যক্তি জেলার বাল্লা, চিমটিবিলসহ বিভিন্ন সীমান্ত দিয়ে এসব চিনি নিয়ে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.