শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মাওলানা শফিকুর রহমান সিদ্দিকী (৫৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কুতুবেরচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকী হবিগঞ্জের সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের হাজি সিদ্দিক মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানান, শফিকুর রহমান সিদ্দিকী বাসা থেকে বের হয়ে রেলপথ ধরে হাঁটছিলেন। পথিমধ্যে কুতুবেরচক এলাকায় পৌঁছলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মীর সাব্বির আহমেদ বিষয়টির সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, নিহত শফিকুর রহমান সিদ্দিকী কানে কম শুনতেন। ট্রেন হর্ন দেওয়ার পরও উনি রেললাইন থেকে সরে যাননি। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
Comments are closed, but trackbacks and pingbacks are open.