শান্তিপূর্ণ নির্বাচনের আশা পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের আশা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে বাংলাদেশের সরকার, বিরোধী দল সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
স্থানীয় সময় সোমবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে সরকার এবং বিরোধীদলসহ সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এই মার্কিন কর্মকর্তা।   
বাংলাদেশে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলে নিজেদের অবস্থান আবারও পরিষ্কার করেন মিলার।  
বিএনপির নির্বাচন বয়কট প্রসঙ্গে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সম্পৃক্ত থাকবে না ওয়াশিংটন। বাংলাদেশের আগামী নির্বাচন যেন জনগণের প্রত্যাশা অনুযায়ী হয় সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.