জামালপুরপ্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৪) জানুয়ারী সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বাস্থ্য বিভাগীয় সরকারী কর্মচারী পেশাজীবি পরিষদ জামালপুর জেলা শাখার আয়োজন ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জামালপুর জেলা শাখার সার্বিক সহযোগিতায় অস্থায়ী জামালপুর মেডিকেল কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্টিত হয়।
সিভিল সার্জন অফিসের টিএলসিএ মোহাম্মদ আব্দুল হালিমের সঞ্চালনা ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটির আহব্বায়ক আমজাদ হোসেন (বাদল) এর সভাপতিত্বে ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল-১ এর উপ পরিচালক ডা: সৈয়দ আবু আহম্মেদ শাফী, জামালপুর সিভিল সার্জন ডা: ফজলুল হক, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জামালপুর জেলা শাখার সভাপতি ডা: আহাম্মদ আলী আকন্দ, সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ তারিকুল ইসলাম, জামালপুর মেডিকেল কলেজের ফরেনসিক ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান ডা: হারুন অর রশিদ, বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: আজিজুল হক, বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর জামালপুর সদর উপজেলার সভাপতি আব্দুর নুর সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: রবিউল ইসলাম, ডেন্টিস্ট মেহেদী হাসান বাবু, ফেমাস ডায়াগনস্টিক সেন্টারের স্বত্তাধিকারী মাহবুবুর রহমান বাভলু, মেডিকেল অফিসার ডা: আনিকা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বাস্থ্য বিভাগীয় সরকারী কর্মচারী পেশাজীবি পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আল আমিন, সদস্য ফুরমান আলী ভুইয়া, বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জামালপুর জেলা আহব্বায়ক কমিটির সদস্য মো: রাশেদুল ইসলাম সহ জেলার প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.