মিডিয়াগ্যালারীব্রেকিং নিউজ শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে আদমদীঘি প্রেসক্লাবে আলোচনা সভা By বার্তা কক্ষ On ডিসে. ১৪, ২০২১ Share আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বেদনাবিধুর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বেনজীর রহমান, সাংবাদিক খন্দকার মেহেদী হাসান, মনজুরুল ইসলাম, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, ইউসুফ আলী, সানোয়ার হোসেন প্রমূখ। সভায় বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তান হত্যাকারিদের সুবিচার তরান্বিত করার আহবান দাবী জানান। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.