বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের ত্রিমুখী জোটের পতনের পর ২৩ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের পথ প্রশস্ত করতে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার।
শলৎসের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, গ্রিন পার্টি ও ফ্রি ডেমোক্রেটিকর সমন্বয়ে তিন দলের জোট সরকার ভেঙ্গে যাওয়া নিয়ে সম্প্রতি সরকারব্যবস্থা ও রাজনীতিতে অস্থিরতা দেখা দেয়। বিশেষ করে শলৎসের পতনে আরও স্পষ্ট হয়ে যায়, দ্রুত আগাম নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে জার্মানি।
স্থানীয় সময় শুক্রবার (২৭ ডিসেম্বর) বার্লিনে এক বক্তৃতায় প্রেসিডেন্ট স্টাইনমায়ার বলেন, আগাম নির্বাচনই এখন জার্মানির জন্য সঠিক পথ। বিশেষ করে এখনকার মতো কঠিন সময়ে, স্থিতিশীলতার জন্য প্রয়োজন কাজ করতে সক্ষম একটি সরকার এবং সংসদে নির্ভরযোগ্য সংখ্যাগরিষ্ঠতা।
তিনি বলেন, নির্বাচনের পর সমস্যা সমাধানই রাজনীতির মূল বিষয় হয়ে উঠতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনা করারও আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাহ্যিক প্রভাব গণতন্ত্রের জন্য বিপদজনক, তা গোপনেই হোক – যেমনটা সম্প্রতি রোমানিয়ার নির্বাচনে দেখা গেছে। অথবা প্রকাশ্য ও নির্লজ্জ, যেমনটা বর্তমানে এক্স-প্ল্যাটফর্মে নিবিড়ভাবে চর্চা করা হচ্ছে।
এদিকে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন সোশ্যাল ডেমোক্র্যাট শলৎস। চলতি মাসের শুরুতে অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারের ফ্রি ডেমোক্র্যাটদের বিদায়ের পর পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান তিনি।
ডানপন্থী প্রতিদ্বন্দ্বী খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়নের নেতা ফ্রেডরিখ মার্জ শলৎসের স্থলাভিষিক্ত হতে পারেন বলে জরিপে উঠে এসেছে। তিনি বর্তমান সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করে আসছেন।
বেশিরভাগ জরিপে ডানপন্থীরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির চেয়ে ১০ পয়েন্টের বেশি ব্যবধানে এগিয়ে রয়েছে। এছাড়া কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানিও (এএফডি) শলৎসের দলের চেয়ে সামান্য এগিয়ে আছে। অন্যদিকে তার জোটের দল গ্রিনরা চতুর্থ অবস্থানে রয়েছে।
যদিও মূলধারার দলগুলো অল্টারনেটিভ ফর জার্মানির সঙ্গে ‘শাসন ভাগাভাগি’ করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে দলটির শক্ত উপস্থিতি সংসদীয় সমীকরণকে জটিল করে তুলেছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.