বিটিসি বিনোদন ডেস্ক: বলিউডে অর্ধযুগ কেটে গেলেও সাফল্যটা বলতে গেলে অধরাই রয়ে গেছে ম্রুনাল ঠাকুরের। তবে গোটাকয়েক দক্ষিণি সিনেমার মাধ্যম কিছুটা দ্যুতি ছড়িয়েছিলেন। অবশ্য এ অভিনেত্রীর অভিযোগ, এ ব্যর্থতা তার না, পরিচালকদের। তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেননি তারা।
সে যাই হোক। একবার এক পরিচালক ম্রম্রুণালের শরীর নিয়ে কটাক্ষ করায় ছেড়ে দেননি অভিনেত্রী। মুখের ওপর দিয়েছিলেন বুদ্ধিদীপ্ত জবাব। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ম্রুনাল জানান, এক পরিচালক একবার মুখের ওপর তাকে জানান- ‘ম্রুনাল তোমাকে একটুও সেক্সি দেখতে নয়’। নায়িকা পালটা জানতে চেয়েছিলেন, এটা কি তার অভিনীত চরিত্রটির জন্য করা মন্তব্য নাকি পরিচালক বাস্তব জীবনে ম্রম্রুণালকে দেখে এ কথা বললেন। পরিচালক জবাব দেন, ‘হ্যাঁ, খুব সেক্সি একটা চরিত্র। তুমি তো এর ধারেকাছেও নেই।’
সহজভাবে কথা হজম করার পাত্রী নন ম্রুনাল। পরিচালককে লুক টেস্ট নেওয়ার কথা বলেন অভিনেত্রী। ফটোশুটের শুরুতে ফটোগ্রাফারও অপমান করতে ছাড়েননি ম্রুনালকে। বলে ওঠেন, ‘এই গেঁয়ো মেয়েটা কে?’ মুখে জবাব দেননি ম্রুনাল। কাজে দিয়েছিলেন। পরে মত বদলে ক্ষমা চান ওই ফটোগ্রাফার। ম্রুনালের কথায়, অভিনেতা হিসাবে প্রয়োজন হলো ন্যাচারাল থাকা। হাসিমুখে বলেন, ‘যখন সেক্সি কথাটা বলা হয়, আর সেটা যদি আমি ভাবি, তাহলে আমার পায়ের মরা চামড়াও তখন সেক্সি লাগবে।’
যৌন আবেদন সবার কাছে সমান নয় বলে মনে করেন অভিনেত্রী। ম্রুনাল যোগ করেন, ‘আমি একবার একটা গান করেছিলাম। সেখানে লোকজন বলছিল আমাকে ওজন কমাতে হবে। আমি বলি, আমার থাই মোটা এবং সেটা একান্ত আমার নিজের। সেটা নিয়ে যদি আমার কোনও সমস্যা না হয়, তাহলে আপনাদের সমস্য়াটা কোথায়?’ #
Comments are closed, but trackbacks and pingbacks are open.