শপথ অনুষ্ঠানে যোগ দিলেন ‍ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ অনুষ্ঠানে যোগ দিতে মার্কিন ক্যাপিটল ভবনে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ অনুষ্ঠানে যোগদানের আগে হোয়াইট হাউসে চা পান ও বৈঠক করেন বাইডেন ও ট্রাম্প।
হোয়াইট হাউসের উত্তর পোর্টিকোতে ডোনাল্ড ট্রাম্পকে ‘ওয়েলকাম হোম’ বলে স্বাগত জানান প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউসে প্রবেশের আগে সাংবাদিকরা চিৎকার করে প্রশ্ন করলেও কোনো প্রেসিডেন্টই উত্তর দেননি। আজ প্রথম বারের মতো এই জুটির দেখা হয়েছে।
নির্বাহী ক্ষমতার সীমা বাড়ানো, লাখ লাখ অভিবাসীকে বহিষ্কার, রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া এবং বিশ্বমঞ্চে আমেরিকার ভূমিকা পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।
ক্যাপিটল ভবনের মনোরম ওয়েস্ট লনের একটি বিশাল অস্থায়ী প্ল্যাটফর্মে ঐতিহ্যগতভাবে অনুষ্ঠিত আসন্ন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানটি বৈরি আবহাওয়ার কারণে অভ্যন্তরে স্থানান্তরিত করা হয়েছে। নতুন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসও ট্রাম্পের সঙ্গে শপথ নেবেন।
শপথ গ্রহণের পর নতুন রাষ্ট্রপতি উদ্বোধনী ভাষণ দেবেন এবং আগামী চার বছরের জন্য তার পরিকল্পনা তুলে ধরবেন।
ট্রাম্প অভিবাসন, জ্বালানি ও শুল্ক সংক্রান্ত বেশ কিছু নির্বাহী পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন, যা তিনি শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই স্বাক্ষর করতে চান। 

Comments are closed, but trackbacks and pingbacks are open.