টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া স্টেডিয়াম ব্রিজের নিচে লৌহজং নদীতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে পশ্চিম আকুর টাকুর পাড়ার স্টেডিয়াম ব্রিজের নিচে মাছ ধরতে গিয়ে লৌহজং নদীতে পড়ে যায় শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান (৮) ও আব্দুল করিমের ছেলে আব্দুল আহসান আদিব (১০) নামে দুই শিশু।
পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করে এবং আরেকজনের উদ্ধারকাজ এখনো চলমান রয়েছে।
স্থানীয়রা ও পরিবার জানায়, দুজনেই স্কুল থেকে এসে বাসায়ই খেলছিল। কিন্তু সবার চোখ ফাকি দিয়ে ছোট্ট মুশারির মতন জাল নিয়ে তারা মাছ ধরতে আসে নদীতে। কিন্তু নদীর পাড়ের খাড়া ঢালে পানিতে পড়ে ডুবে যায় এবং সেখানেই মৃত্যু হয় তাদের।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এস এম হুমায়ুন কাণায়েন বিটিসি নিউজকে জানান, খবর পাওয়ার সাথে সাথেই চলে আসি আমরা। দুজন ডুবুরিকে কাজে লাগাই। একজন শিশুকে কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হয়।
কিন্তু অপর শিশুকে এখনো খোজাখুজি চলছে। নদীতে স্রোত রয়েছে তাই নিখোঁজের যায়গা থেকে দূরেও সরে যেতে পারে। তবে না পাওয়া পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.