চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়ায় একটি দেশীয় তৈরী অস্ত্র, দা এবং অস্ত্র বানানোর সরঞ্জামাদি উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ। আজ রবিবার (০৫ মে) বিকেল ৪টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা এলাকার ছিদ্দিক আহমদের পুত্র রিফাতের বাড়ি থেকে এ অস্ত্র, দা ও সরঞ্জামদি উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম।
অভিযানকালে চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সাবেক চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আছহাব উদ্দিন, লোহাগাড়া থানার এসআই শরীফুল ইসলাম পিপিএম(বার), এসআই এনায়েত হোসেন, এসআই পারভেজ, এএসআই আলমগীর,এএসআই আবদুল হালিম, এএসআই ইকবাল হোসেন,ইউপি সদস্য মোঃ সোলাইমান এবং মোহাম্মদ মিয়া,আওয়ামী লীগ নেতা আইয়ুবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওসি মোঃ রাশেদুল ইসলাম বিটিসি নিউজকে জানান, রিফাত নামে যুবকটি দীর্ঘদিন ধরে
এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষে বিছানার বেডের নিচে লুকায়িত একটি দেশীয় তৈরী অস্ত্র, একটি ধারালো দা ও অস্ত্র,বানানোর সরঞ্জামাদি জব্দ করা হয়।
রিফাত ও তার সাথে থাকা কয়েকজন সুকৌশলে পালিয়ে যায়। তার বিরুদ্ধে অস্ত্র,মাদক,হত্যা চেষ্টা,বিস্ফোরক আইন,মারামারির মামলাসহ ৫ এর অধিক মামলা রয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.