লেবানন ম্যাচের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ
বিটিসি স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে বাছাইয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৭-০ গোলে বিধ্বস্ত হওয়া দলটা গতকাল রাতেই দেশে ফিরেছে। দেশে ফিরতেই দুঃসংবাদ শুনতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। দলের দুই নির্ভরযোগ্য ফুটবলারকে লেবাননের বিপক্ষে পাচ্ছে না বাংলাদেশ।
মালদ্বীপ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা হলুদ কার্ড প্রাপ্তিতে ডিফেন্ডার সাদ উদ্দিন ও ফরোয়ার্ড রাকিব হোসেনকে ২১ নভেম্বরের ম্যাচে দলের বাইরে থাকতে হচ্ছে।
ফিফা থেকে এমন দুঃসংবাদের প্রভাব পড়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে। সাদ ও রাকিব দুজনেই জাতীয় দলের একাদশে বেশ গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাদেরকে লেবাননের বিপক্ষে না পাওয়াটা দলের জন্য বড় ক্ষতি বলে জানিয়েছেন জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন, ‘আমরা কাল রাতে দেশে ফিরে জানতে পেরেছি সাদ ও রাকিবকে নিষেধাজ্ঞার কারণে লেবানন ম্যাচে পাওয়া যাবে না। এমন খবর শুনে আমাদের খারাপ লাগছে।’
তিনি আরও বলেছেন, ‘আমরা জানতাম মালদ্বীপের বিপক্ষে প্রথম রাউন্ডে কার্ডের হিসাবনিকাশ শেষ হয়ে যাবে। বাফুফে থেকে এমনই খবর পেয়েছিলাম। কিন্তু বিপরীত চিত্র দেখতে পেলাম। এখন বিকল্প যারা আছে তাদের নিয়েই খেলতে হবে।’ #
Comments are closed, but trackbacks and pingbacks are open.