বিটিসি স্পোর্টস ডেস্ক: লেবাননে অনবরত বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সর্বশেষ হামলায় আরও ৭২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪০০ জন। এখন পর্যন্ত সাম্প্রতিক হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে।
এমন পরিস্থিতিতে দেশটিতে সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত করেছে লেবানিজ ফুটবল অ্যাসোসিয়েশন (এলএফএ)। এক ঘোষণায় এলএফএ জানিয়েছে, ‘দেশের বর্তমান পরিস্থিতির কারণে লেবানিজ ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি সব ধরনের টুর্নামেন্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’
লেবানিজ প্রিমিয়ার লিগ গত সপ্তাহে ২০২৪-২৫ মৌসুমের শুরু হয়। তবে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে গত বছর থেকে জাতীয় দলের ম্যাচগুলো নিজ দেশে আয়োজন করছে না লেবানন। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো তারা কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করে আসছে।
যুদ্ধ পরিস্থিতির কারণে নিজেদের সাম্প্রতিক হোম ম্যাচগুলো দেশের বাইরে আয়োজন করেছে ফিলিস্তিন ও ইসরায়েলও। ফিলিস্তিন তাদের ম্যাচগুলো কুয়েত ও কাতারে এবং ইসরায়েল তাদের নেশন্স লিগের হোম ম্যাচগুলো আয়োজন করছে হাঙ্গেরিতে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.