লেবাননে ইসরায়েলি হামলায় নিহত-৪

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী একটি গ্রামে হামলা করেছে ইসরায়েল। রবিবার (৫ মে) ওই হামলায় চার জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সূত্র।
লেবাননের বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, মেইস আল জাবাল অঞ্চলে ইসরায়েলি হামলায় চার জন নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকে এই অঞ্চলে নিয়মিতভাবেই ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ হচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহ বলেছে, প্রতিশোধ হিসেবে লেবাননের সীমান্তের নিকটবর্তী উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত শমোনায় ইসরায়েলি শহরে দশটি কাতিউশা রকেট নিক্ষেপ করেছে তারা।
বিমান হামলা ও গোলাগুলি হয়েছে। তবে সর্বাত্মক যুদ্ধ থেকে ফিরে এসেছে উভয় পক্ষ।
সূত্র জানিয়েছে, অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ২৫০ জনেরও বেশি হিজবুল্লাহ সদস্য এবং ৭৫ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেনি।
এদিকে, ইসরায়েলে লেবানন থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলায় কয়েকজন সেনা এবং বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
ইসরায়েল জানিয়েছে, ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছেন। জিম্মি হয়েছেন ২৫২ জন।
অপরদিকে, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৪ হাজার ৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৭৭ হাজার জন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.