BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা পড়লো খাদে, নিহত-২

লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা পড়লো খাদে, নিহত-২
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়েছে। এতে দুজন নিহত ও আরও একজন আহতের খবর পাওয়া গেছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার মহিষখোচা বাজার আদিতমারী বাইপাস সড়কের আনছার খাঁর পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ব্রমত্তর গ্রামের মৃত তালেব্বর রহমানের ছেলে বকুল মিয়া (৬০) ও একই ইউনিয়নের কচুড়ুমা বারহাত কালী এলাকার মেছের আলীর জামাতা আতিকুল ইসলাম আতিক (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহিষখোচা বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা আদিতমারী যাচ্ছিলেন। আনছার খাঁ পুকুরপাড়ে ওই অটোরিকশায় উঠেন আতিকুল ইসলাম আতিক। একটু এগিয়ে যাওয়ার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আতিকের মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় বকুল মিয়াকে নেওয়া হয় আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ রেফার্ড করা হয়। তবে রংপুর নেওয়ার পথে বকুলের মৃত্যু হয়।
আদিতমারী থানা ওসি আলী আকবর বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ