লালপুরে হেরোইন বহনের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে হেরোইন বহনের দায়ে কবির ইসলাম নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছের আদালত। সে সাথে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাস কারাদন্ডেরও আদেশ দেন বিচারক।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নাটোর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী আসামীর উপস্থিতিতে এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত কবির ইসলাম রাজশাহী জেলার মোহনপুর উপজেলার জাহানারাবাদ এলাকার মোনতাজ আলীর ছেলে।
মামলায় এজাহার সুত্রে জানা যায়, লালপুর উপজেলার তিলকপুর এলাকায় ২০২২ সালের ১৪ ডিসেম্বর রাতে রবি মার্কেটের সামনে থেকে কবির ইসলামকে আটক করে র‌্যাব-৫ সদস্যরা। এসময় কবিরের শরীর তল্লাশি করে সেন্ডেলের ভিতর থেকে দুই’শ বিশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এঘটনার পরের দিন লালপুর থানায় কবির ইসলামকে আসামি করে র‌্যাব বাদি হয়ে একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে। আসামীকে জিজ্ঞাসাবাদে হেরোইন অবৈধভাবে সংগ্রহ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া ছিল বলিয়া স্বীকার করে।
নাটোর জজ কোর্টের সরকারী কৌঁসুলি কাজী ওবায়জুল বারি জানান,স্বাক্ষ্য প্রমান শেষে বৃহস্পতিবার দুপুরে কবির ইসলামকে যাবজ্জীবন কারাদন্ডের আদাশে দিয়েছেন আদালত এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশও দেন। জরিমানার অর্থ অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দেন বিচারক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.